Diindahání

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, December 10, 2015

জেগে উঠুন : মুসলমানদের প্রতি মুহাম্মাদ আলী


জেগে উঠুন : মুসলমানদের প্রতি মুহাম্মাদ আলী

ইসলামকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যক্তিগত এজেন্ডা হিসেবে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে জেগে উঠতে আমেরিকার মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন কিংবদন্তির মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান।

মুহাম্মাদ আলী বলেন, 'যারা ব্যক্তিগত সুবিধা লাভের এজেন্ডায় ইসলামকে ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে জেগে উঠতে হবে। তাদেরকে অনেক কিছু শেখার প্রয়োজন রয়েছে। সত্যিকার মুসলমানরা জানে কিংবা তাদের জানা উচিত যে, এ বক্তব্য আমাদের ধর্মের বিরুদ্ধে গেছে এবং তারা ইসলামকে ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে দিতে চাইছে।” গতকাল (বুধবার) এক বিবৃতিতে মুহাম্মাদ আলী এসব কথা বলেছেন।

দলীয় মনোনয়ন লাভের জন্য প্রচারণা চালানোর এক পর্যায়ে ট্রাম্প সম্প্রতি বলেছেন, মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী এবং তাদেরকে আমেরিকায় ঢুকতে দেয়া উচিত নয়; প্রয়োজনে সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। তার এ বক্তব্যে আমেরিকা-ইউরোপসহ বিশ্বের বহু দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্র : রেডিও তেহরান
- See more at: http://m.dailynayadiganta.com/detail/news/76302#sthash.OA4Po5Li.dpuf

No comments:

Post a Comment